বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বিশাল মাছের মেলা

গোলাম মুক্তাদির সবুজ দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫

 

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বাঙালির বিভিন্ন উৎসবের মধ্যে নবান্ন একটি অন্যতম উৎসব। এই নবান্ন উৎসবকে ঘিরে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বিরাট মাছের মেলা বসেছে। দুপচাঁচিয়া মৎস্য আড়ৎদার ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও এ মাছের মেলা বসেছে। ১৬ নভেম্বর শনিবার রাত ৯টা হতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগ থেকে মৎস্যচাষী ও মৎস্য ব্যবসায়ীরা এ মাছের মেলায় বড় বড় মাছ নিয়ে আছেন। বিভিন্ন এলাকা হতে বড় বড় রুই, মৃগেল, কাতলা, চিতল, সিলভারকাপ, ব্রিগ-হেড, পাঙ্গাস, কার্ফ জাতীয় মাছ সহ আরও অনেক জাতের মাছ এ মেলায় আসে। বিশেষ করে সনাতন ধর্মালম্বী(বাঙালি) সম্প্রদায়ের মানুষ এই নবান্ন উৎসবকে বেশি প্রাধান্য দেয়। এদিন তারা বড় বড় মাছও কিনেন। মুসলমানরাও এ মাছ কেনায় পিছিয়ে নেই। মাছের মেলা উপলক্ষে কয়েক দিন আগে থেকে মাইকিং , সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পর্যায়ের প্রচার প্রচারণা চালাতে দেখা যায়। সরেজমিনে মাছের মেলায় ঘুরে দেখা যায় সিও অফিস পৌর মাছ বাজার আলোকসজ্জা সাজানো হয়েছে।মাছের মেলা সম্পর্কে কথা বলেন ,বিসমিল্লাহ মৎস্য আড়তের পরিচালক রতন মন্ডল ও ওমর ফারুক জানান, নবান্ন উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ মাছের মেলায় বড় বড় মাছ নিয়ে আসেন এবং বেচা-কেনাও ভালো হয়। মাছের ধরণ ভেদে দামও ক্রেতাদের নাগারে থাকে।
দুপচাঁচিয়া মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আলম বলেন, এ মাছের মেলায় বিভিন্ন জেলা হতে মাছ ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে আসেন। কেনা-বেচাও ভালো হয়। তবে জায়গা সংকীর্ণ হওয়ায় তারা বিড়ম্বনায় পড়েন।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com