গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন
আনন্দ আয়োজনের মাধ্যমে গাইবান্ধায় শুক্রবার জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।
পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. ওয়াশিম রেজা সভায় সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, সৈয়দ রোকনুজ্জামান, আরিফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম, খালেদ হোসেন, জাভেদ হোসেন, মিলন খন্দকার, মাসুদুর রহমান মুকুল, শাহীন নূরী, সবুজ মিয়া, সুরবাণী সংসদের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান প্রমুখ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের চেতনা ধারণ করে দৈনিক ভোরের চেতনা উতরোত্তর সাফল্যের পথে এগিয়ে যাবে।