দিনাজপুরের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ও ওসি তদন্ত সদিকুর রহমান সাদিক এর সাথে ফুলবাড়ী উপজেলায় কর্মকর্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী থানার কনফারেঞ্জ রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ওসি তদন্ত সদিকুর রহমান সাদিক, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটর সভাপতি সাংবাদিক মোঃ হারুন-উর-রশীদ,থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু সহিদ,অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ডিফেন্স,ফুলবড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-হেলাল চৌধুরী,থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ফুলবড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আজগার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোরসালিন ইসলাম,সাস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম,থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ,সহ-সভাপতি মোশারফ হোসেন,সাংবাদিক রজব আলী,সাংবাদিক সাবেক প্রভাষক শেখ সাব্বির আলী প্রমূখ।
মতবিনিময় সভার আলোচনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম মহিব্বুল বলেন, ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় ও মানুষের জান মাল নিরাপদ রাখতে সাংবাদিকদের সহযোগীতার প্রয়োজন রয়েছে। সমাজ থেকে মাদক নিমূল করতে আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন। ফুলবাড়ীকে ফুলের মতো করে সাজাতে আমরা পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।