শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন আবৃত্তি ‎ চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান বাগেরহাটের রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ সুন্দরবনে দুই মাস শিলা কাঁকড়া সহ ১৪ প্রজাতির কাঁকড়া আহরণ নিষিদ্ধ গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত জয়পুরহাটে আলুক্ষেত থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসার কর্মচারীর লাশ উদ্ধার। দুপচাঁচিয়ায় কনকনে ঠান্ডায় শীতের পোশাকের হাঁকডাক আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন বাগেরহাটের প্রেসক্লাব রামপাল’র পুর্ণাঙ্গ কমিটি গঠন বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ: বাগেরহাট কারাগারে আটক ৬৪ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে সমাজসেবা দিবসে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

ট্রাম্পের ছবিসহ ঢাকায় ৫০ জনকে গ্রেপ্তার

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯
ট্রাম্পের ছবিসহ ঢাকায় ৫০ জনকে গ্রেপ্তার
ট্রাম্পের ছবিসহ ঢাকায় ৫০ জনকে গ্রেপ্তার

সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ সময় সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

রোববার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল-সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন। বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এ অপতৎপরতার পরিকল্পনা করেছেন।

ডিসি তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার ও আজ রোববার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ পর্যন্ত এই কুচক্রী মহলের ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যোগ করেন ডিএমপির এই কর্মকর্তা।

এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী বলেন, মতিঝিল ও পল্টন এলাকায় ১৫ জনকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ষড়যন্ত্রে যোগসাজশ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com