শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন আবৃত্তি ‎ চর্চা কেন্দ্রের মনোমুগ্ধকর অনুষ্ঠান বাগেরহাটের রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ সুন্দরবনে দুই মাস শিলা কাঁকড়া সহ ১৪ প্রজাতির কাঁকড়া আহরণ নিষিদ্ধ গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত জয়পুরহাটে আলুক্ষেত থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসার কর্মচারীর লাশ উদ্ধার। দুপচাঁচিয়ায় কনকনে ঠান্ডায় শীতের পোশাকের হাঁকডাক আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন বাগেরহাটের প্রেসক্লাব রামপাল’র পুর্ণাঙ্গ কমিটি গঠন বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ: বাগেরহাট কারাগারে আটক ৬৪ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে সমাজসেবা দিবসে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : আসিফ মাহমুদ

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫০
ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : আসিফ মাহমুদ
ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে : আসিফ মাহমুদ

ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা গোপনে হচ্ছে না। একই সঙ্গে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে রাষ্ট্রের চেয়ে বড় কারা আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) একটা ভূমিকা থাকা উচিৎ। আমরাও কাজ করছি। তাদের (আওয়ামী লীগ) এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আজকে আওয়ামী লীগের আহ্বানে এতো বড় একটা কর্মসূচিতে শ্রমিকরা মিছিল নিয়ে আসতো। কেউতো আসেনি। দুই একটি কারখানায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি।

তাহলে আমাদের কি ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্তি নেই? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস আর বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেশের বাইরে বসে বসে পোস্ট করে, শ্রমিকদের উসকে দিচ্ছে সেটা আপনারা দেখে থাকবেন। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাটাতে আর কারচুপি হবে না। ভূয়া উন্নয়নে আমরা বিশ্বাস করি না। আমরা কি অবস্থায় আছি সেটা আমরা আপনাদের দেখাবো। আমাদের পরিসংখ্যান যে বিভাগ আছে তাদের প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিয়েছেন, যেটা ফ্যাক্ট সেটাই যেন দেখানো হয়। বাড়িয়ে উন্নয়ন দেখিয়ে জাতিকে স্বপ্নের মধ্যে রাখার কোনো মানে হয় না। আমরা যখন বাস্তবে আছি তখন আমাদের বাস্তবতার কথাগুলো বলতে হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com