সম্প্রতি যাত্রা শুরু করেছে বাংলা গানের ব্যান্ড বায়োস্কোপ। এরই মধ্যে তাদের প্রথম মৌলিক গান “চিনি কম লিকার বেশি” নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মে এই গান প্রকাশ করেছে তারা। এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে গানটা। টিএসসির জনপ্রিয় চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করে গানটি প্রকাশ করেছে বায়োস্কোপ।
ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’
শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বলে জানিয়েছে বায়োস্কোপ।
অরণ্য আকন (ভোকাল ও গিটার), সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা), বাপ্পি নবী (ভোকাল ও গিটার), লোবান (ড্রামস), আবির দাস (পারকেশন), তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)।