ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে বিক্রির জন্য ৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার। এতে ব্যয় হবে ৬০ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা ৯০ পয়সা।
বুধবার (৬ নভেম্বর) অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৫ হাজার মেট্রিকটন চিনি কিনবে সরকার। দেশীয় প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব চিনি সরবরাহ করবে।
প্রতি কেজি চিনির মূল্য ধরা হয়েছে ১২০ টাকা ৯০ পয়সা। এতে ব্যয় হবে মোট ৬০ কোটি ৪৫ লাখ টাকা।
এছাড়া সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন গম ও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৬৭ কোটি দুই লাখ ৮০ হাজার টাকা।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অর্থের জোগান পর্যাপ্ত রয়েছে বলে কেনাকাটায় সমস্যা হবে না। বৈঠকে কেনাকাটার লক্ষ্যমাত্রা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে, যেন মজুত বা উদ্বৃত্ত বেশি থাকে।