বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র গাইবান্ধায় বড় দিন উদযাপিত দুপচাঁচিয়ায় ট্রান্সফরমার চোর সদস্যের দুই সদস্য গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’র নেতা সঞ্জু ও তার সহযোগীদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন 

এনামুল হক মোংলা প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৭
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের অন্যতম ক্যাডার নাছির উদ্দিন সঞ্জুসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (৫নভেম্বর) বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জের সাধুর বাজারে শান্তিকামী জিউধারাবাসীর ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ বিক্ষোভ ও মানববন্ধনে ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতশত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বত্তারা বলেন, বিগত ১৬বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারাদেশে গুম, খুন, রাহাজানি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমি-দখল, লুটপাট ও সীমাহীন দুর্নীতি এবং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করার ঘটনা ঘটেছে। দেশের ছাত্র সমাজসহ সর্বস্তরের জনগণের আন্দোলনের মুখে খুনি হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
তারা আরও বলেন, খুনি হাসিনার দোসর মোড়েলগঞ্জের নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও অবৈধ সাবেক এমপি বদিউজ্জামান সোহাগের অন্যতম ক্যাডার নাছির উদ্দিন সঞ্জু (জিউধারার সন্ত্রাসী ও উথান পরিবার) ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার সর্বস্তরের মানুষ একাট্টা হন। আমরা চাই এই নিষিদ্ধ সংগঠনের সবাইকে অতি সত্তর গ্রেফতার করা হোক।
মানববন্ধন শেষে নাছির উদ্দিন সঞ্জু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে সাধুর বাজারে বিক্ষোভ মিছিল করেন শতশত মানুষ।
এ সময় বক্তব্য রাখেন, মৃধা ওমর ফারুক মোঃ এনামুল, যুবদল নেতা মোঃ ইদ্রীস হাওলাদার, ছাত্রদল নেতা আরমান মৃধা, নুর ইমলাম হাওলাদার, ফিরোজা বেগম, ডাঃ কারিমা বেগম ও আঃ খালেক হাওলাদার। #
Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com