শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

শ্রীপুরে পরকিয়ার স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা   গুরুতর আহত স্ত্রী

আব্দুস সালাম রানা, শ্রীপুর(গাজীপুর)
  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৫৭
যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

 

আব্দুস সালাম রানা,শ্রীপুর গাজীপুর। মোবাইল ০১৭১২৫৬৯০০৮

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে স্ত্রীকে ভিন্ন পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে, স্বামী কুপিয়ে পরকীয়া প্রেমিক আশরাফুলকে গলাকেটে হত্যা করেছে। স্ত্রী তাসলিমাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে স্বামী আজিজুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আহত তাসলিমাকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

৪ নভেম্বর সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার  চন্নাপাড়া গ্রামের আজিজুল হক এর বাড়িতে এ ঘটনা ঘটে।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাব এর সন্তান
নিহত আশরাফুল ইসলাম । ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হক এর স্ত্রী গুরুতর আহত তাসলিমা খাতুন  ।

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের সন্তান অভিযুক্ত আজিজুল হক । তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।

নিহত আশরাফুল ইসলামের শ্যালক আশরাফুল আলম বলেন, আনুমানিক সাতবছর যাবৎ দুলাভাই আমার বোন ফাতেমাকে নিয়ে শ্রীপুরে থাকেন। তাদের দাম্পত্য জীবনে আনামনি নামে দুইবছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। দুলাভাই চন্নাপাড়া গ্রামে এসএস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করেন। আজ দুপুরে স্থানীয়রা ফোন করে বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে আজিজুল হকের বসতবাড়ির উত্তর পাশের পাকা ঘরের ভেতর মেঝেতে দুলাভাইয়ের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে ।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com