ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও লরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৬ জন।
রোববার (৩ নভেম্বর) সকাল আটটার দিকে সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস হঠাৎ থামার কারণে এ সংঘর্ষ হয়। একটি বাস থামার কারণে পেছনের বাস সামনের বাসকে ধাক্কা দেয়, তারও পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান বাসকে ধাক্কা দেয়।
এই ঘটনায় ৬ জন আহতের খবর পাওয়া গেছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে যার যার গন্তব্যে চলে গেছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী বলেন, সামনে থাকা একটি বাস হঠাৎ ব্রেক করার কারণে একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সড়কের উপর বাজার বসায় এই ঘটনা ঘটেছে।