মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পৌরসভার আয়োজনে নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মো: শরিফুল ইসলাম। ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ীদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে সম্মাননা ক্রেস্ট, প্রীতি উপহার প্রদান করা হয়।
গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দে পৌর পরিষদের সহায়ক কমিটির সদস্য সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: খোরশেদ আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ছাবিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সায়হান আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল হক, সহকারী প্রকৌশলী আ.ন.ম. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল আহাদ বাবু, সাধারণ সম্পাদক মো: নুর হোসেন, সাবেক জেলা কমিটির সদস্য মো: নজরম্নল ইসলাম, কমিউনিটি কর্মী সূচনা সরকার, অবসরপ্রাপ্ত এসএম মাহবুবুল আলম, আব্দুর রহিম আকন্দ প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছে উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম মাহবুবুল আলম, কর আদায়কারী আব্দুল করিম, হিসাব রড়্গক মো. আবু হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহিম আকন্দ, সহকারী কর আদায়কারী আবু বকর সিদ্দিক ও হারুন অর রশিদ, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এটিএম মাহবুবর রহমান, রোড রোলার চালক জহুরুল হক, পাম্প চালক জাহেদ কুদ্দুস, নলকুপ মিস্ত্রী আবুল কাশেম মিয়া ও লক্ষ্মিকান্ত বিশ্বাস, টিকাদানকারী (মহিলা) মাজেদা বেগম, টিকাদানকারী (পুরুষ) মো: শাহ আলম, অফিস সহায়ক আব্দুর রহমান ও মো: শাহানুর আলম, নৈশ প্রহরী শ্রী রামবিলাস রাম।