এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের রামপালে বিএনপি নেতা শেখ মুরাদুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় পেড়িখালী বাজার চাঁদিতে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মো. আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, বিএনপি নেতা শেখ আ. হাকিম, অধ্যাপক স. ম. আ. গণি, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শেখ আ. আজিজ বাবু, পেড়িখালী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোকসেদ আলী, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরফিন ইজারদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন, মোড়ল কারিরুল ইসলাম, হাওলাদার আল আমীন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিএনপি নেতা তুহিন মোল্যা প্রমুখ।
পরে পেড়িখালী ইউনিয়ন বিএনপির প্রয়াত মুরাদুল ইসলামসহ সাবেক নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রয়াত পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মুরাদুল হকের কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরেন বক্তাগণ।#