এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
এসময় বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানসদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুল জামান প্রমুখ।
পরে শিক্ষার্থীদের টিকা দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশর নারীদের জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি কমাতে বর্তমান সরকার ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীরকে এই টিকা দেওয়া হবে।