কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন তার রাজনৈতিক দল লিবারেল পার্টির ২৪ জন আইনপ্রণেতা। চিঠিতে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৩ অক্টোবর) কানাডার পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠক করেন লিবারেল পার্টি অব কানাডার এমপিরা। সেখানে তারা ট্রুডোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন।
জানা যায়, ওই বৈঠকে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একটি রূপরেখা দেয়া হয়। তবে এ সময়ের মধ্যে ট্রুডো পদত্যাগ না করলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা উল্লেখ করা হয়নি।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, লিবারেল পার্টির ২৪ এমপি ট্রুডোর পদত্যাগ দাবি করে চিঠি লেখেন। সেখানে তারা আল্টিমেটাম দেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে।
কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। এই সময়ে ক্রমেই তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। এমন পরিস্থিতিতে তার নিজ দল থেকেই পদত্যাগের আহ্বান উঠছে।
উল্লেখ্য, আগামী বছরের অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে (বাংলাদেশ সময় মধ্যরাত) কানাডার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সেই ভোটে টিকে যান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এ পরীক্ষার মুখোমুখি হতে হয়।
কানাডায় জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং গভীরতর আবাসন সংকটের কারণে দেশটিতে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে মনে করা হয়।