হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির আয়োজনে ও উপজেলার ১০১ জন নেতৃবৃন্দদের অংশগ্রহনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৯ অক্টোবর) শনিবার সকাল ১১ টায় পৌর শহরের রাবেয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাভাপতি মাওলানা নবীউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরীর খোকনের সঞ্চালনায় উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ. জেড. এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম।
এসময় উপজেলা বিএনপির ৭ টি ইউনিয়নের ১০১ জন নেতাগন উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি রংপুর বিভাগ বিএনপি‘র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক বলেন, গত ৫ আগস্ট বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশ স্বৈরাচারী হাসিনা সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। এসময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোনো রকম বিশৃঙ্খলা না করে সবাইকে একসাথে কাজ করতে হবে।