শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধার সুবিধা বঞ্চিত ৯৬ পরিবার পেল বিনামূল্যে টিউবয়েল দুপচাঁচিয়ার প্রতিবন্ধী গোফ্ফার নিখোঁজ মহান বিজয় দিবস উপলক্ষে তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে পুরস্কার বিতরণ বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প

মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ২ বোন নিহত

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯২

 

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি

মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুপুর আক্তার (২৮) এবং তার চাচাত বোন রুনা আক্তার (২৫) নিহত হয়েছেন। তাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার দক্ষিণ গিদারি মধ্যপাড়া গ্রামে।
ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। দুজনই গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম
রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নুপুর আক্তার দক্ষিণ গিদারি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও রুনা আক্তার একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। নুপুর আক্তারের স্বামী মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা তিনজন গাজীপুরের পোশাক কারখানায় চাকরি করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে নূপুর আক্তারের মা অসুস্থ ছিলেন। শনিবার (১২ অক্টোবর) রাতে তিনি মারা যান। খবর পেয়ে ভোরে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাত বোন রুনা আক্তার মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় নুপুর ও রুনা ট্রাকচাপায় মারা যান। আসরের নামাজের পর মায়ের সঙ্গে তাদেরও দাফন করা হয়েছে।
গিদারি ইউনিয়নের দক্ষিণ গিদারি গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, মা-মেয়েসহ একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছে মোটরসাইকেল রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যায়। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com