মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত মোংলায় ৪০টি গীর্জায় উদযাপিত হচ্ছে শুভ বড়দিন বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত ‎আগামীর বাংলাদেশ হবে সাম্যের ‎-জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপচাঁচিয়ায় সাকিবকে মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচী পালিত দুপচাঁচিয়ায় ওএমএস ডিলার নিয়োগে লটারী অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই রাখাল নিহত গাইবান্ধার কামারজানিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ফুলবাড়ীতে তন্ত্র-মন্ত্রের খেলা ‘পাতা খেলা’ অনুষ্ঠিত বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নামে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাকিবহীন টি-২০ দল ঘোষণা, যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০
সাকিবহীন টি-২০ দল ঘোষণা, যা বললেন তামিম
সাকিবহীন টি-২০ দল ঘোষণা, যা বললেন তামিম

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ এখনও চলমান। কানপুরে চলছে সিরিজের শেষ টেস্ট। যদিও বৃষ্টিতে খেলা হয়নি গত দুঈদিন। এরই মধ্যে রবিবার (২৯ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ জনের দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। ১৪ মাস আগে সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। সাকিব আল হাসানের শূন্যস্থান পূরণে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলেছিলেন সাকিব আল হাসান। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হঠাৎ করে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ওইদিন সাকিব জানান, ইতোমধ্যে নিজের শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে তার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।

কানপুরে চলমান টেস্টের তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর শুরু হয় তামিমদের আলোচনা। একপর্যায়ে টেস্ট আলাপ ছাপিয়ে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। ভারত শনিবার রাতে স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ করেছে রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর। যেখানে নেই সাকিব আল হাসানের নাম। তাইতো আলোচনার একপর্যায়ে তামিম জানান, সাকিবকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য টি-টোয়েন্টি দল গড়া কঠিন হবে। সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘সাকিব ব্যাটিং-বোলিং দুটিই করতো। সে অবসর নেয়ায় বাংলাদেশ দল গড়তে কঠিন হবে। সে ছিল একমাত্র প্রোপার ব্যাটার এবং প্রোপার বোলার।’
তবে সব বাধা কাটিয়ে অবশেষে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবহীন দল ঘোষণা করেছে বিসিবি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com