বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মামুন নামের একজনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরদিন মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
আজ এ মামলায় তাকে গ্রেফতার দেখাতে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষ জামিনের আবেদন করে। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।