ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। কানপুরে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম সেশনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ। ২৯ রানের দুই ওপেনার জাকের ও সাদমান সাজঘরে ফিরলেও, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুমিনুল ও শান্ত। দুইজন মিলে ৪৫ রানের জুটিতে স্বস্তির সেশন এনে দিয়েছেন টাইগারদের।
২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ২৮ আর মুমিনুল ১৭ রানে অপরাজিত আছেন।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভেজা আউটফিল্ডের কারণে এক ঘণ্টা বিলম্বে টস হয়। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টায়।
বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন জাকির হাসান ও সাদমান ইসলাম। দেখেশুনেই খেলতে থাকেন এই দুই ওপেনার। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হলেন তারা।
দিনের শুরুতেই ফিরে গেলেন জাকির হাসান। ২৪ বলে শূন্য রান করে আকাশ দীপের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জাকির। তার বিদায়ে ২৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
জাকিরের বিদায়ের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলামও। আকাশ দীপের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ফিল্ড আম্পায়ার আউটের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় ভারত। আর তারা সফল হয়। যার ফলে ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যেতে হয় সাদমানকে। তার বিদায়ে ২৯ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
২৯ রানে দুই উইকেট হারানোর পর জুটি গড়েন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই জুটিতে ভর করে ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে আর কোনো বিপদ হতে দেননি তারা। এই জুটিতে ভর করে ২৬ ওভারে ৭৪ রানে করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ৪৮ বলে ২৮ ও মুমিনুল হক ৪৮ বলে ১৭ রানে অপরাজিত আছেন।