গত (২৫ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বর্মচারী নামকস্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা পাথর বহনকারী ট্রাকের সাথে দিনাজপুর থেকে ছেড়ে আসা ধানের গুড়া বোঝাই ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ঘটনাস্থলে বগুড়াগামী ট্রাকের হেল্পার নিহত এবং দুই ট্রাকের ড্রাইভার ও হেল্পার মোট ৪ জন আহত।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নিহত ব্যাক্তির এখনো পরিচয় পাওয়া যায় নাই।