মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে চার্জার ভ্যান চুরির করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটকা পড়ে ভ্যান চোর মমিনুল ইসলাম (৩০) । পরে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গত (২৫ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় উপজেলার সুজাপুর কামারপাড়া গ্রামের যোগেন্দ্র নাথ এর পুত্র ভ্যান চালক নরেশ চন্দ্র তার বাড়ীর সামনে ভ্যান রেখে বাড়ীতে ঢুকে। সেই সময় পৌর এলাকার মধ্য তেঁতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র মমিনুল ইসলাম (৩০) নরেশ চন্দ্রের চার্জার ভ্যানের লক খুলে ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করে। সে সময় নরেশের স্ত্রী কাকলী রানী দেখতে পেয়ে চিৎকার করলে ভ্যান চোর মমিনুল ভ্যান রেখে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশকে খবর দেয়। পরে ফুলবাড়ী থানার এসআই আজাদের নেতৃত্বে তিন সদস্য একটি পুুলিশ টিম তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ইতপূর্বে যে সকল ব্যাক্তির ভ্যান চুরি হয়েছে তারা তাদের ভ্যানের খোজ নিতে ঘটনাস্থলে উপস্থিতি হয়ে চোরকে জিজ্ঞাসাবাদ করলে চোর ৪টি ভ্যান চুরে করেছিলো বলে স্বীকার করেন।
এসআই আজাদ বলেন, আমরা আসামীকে থানায় নিয়ে যাচ্ছি। ভ্যান চুরির অভিযোগের ভিত্তিতে পুর্বের চুরি যাওয়া ভ্যান গুলোর বিষয়ে চোরকে জিজ্ঞাসা করা হবে ও ভ্যান গুলো উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।