সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পীরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  ভূমিদস্যুর আগুনে পুড়ে গেছে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে ‎গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন দুপচাঁচিয়ায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৪৫ তম ভিডিপি দিবস পালিত দুপচাঁচিয়ায় তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের উদ্বোধন বাগেরহাটে এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ বাগেরহাটে লুটন-বৃটিশ বাংলাদেশী স্কুল পরিদর্শনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

পীরগঞ্জে সমাবেশের গেইট দিয়ে আরেক সমাবেশের গেইটের ব্যানার ঢেকে যাওয়ায় সংবাদ সম্মেলন

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮
পীরগঞ্জে সমাবেশের গেইট দিয়ে আরেক সমাবেশের গেইটের ব্যানার ঢেকে যাওয়ায় সংবাদ সম্মেলন
পীরগঞ্জে সমাবেশের গেইট দিয়ে আরেক সমাবেশের গেইটের ব্যানার ঢেকে যাওয়ায় সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি সমাবেশের গেইট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশের গেইটের ব্যানার ঢেকে যাওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখা পীরগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মুফতি মোজাম্মেল হুসাইন, লিখিত বক্তব্য তিনি উল্লেখ্য করেন গত ১৯শে সেপ্টেম্বর বিএনপি’র সমাবেশ উপলক্ষে পৌর শহরের বিভিন্ন স্থানে গেট প্রদর্শন করেন বিএনপি। সমাবেশের ৫ দিনগত হইলেও পূর্ব চৌরাস্তার সমাবেশের গেইট খোলেনি তারা। যার কারনে অল্পে দূরত্বে পূর্বে স্থাপিত ইসলামী আন্দোলনের ২৫ সেপ্টেম্ব তারিখে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সিরাতুন্নবী মহাসম্মেলনের গেইটের ব্যানার ঢেকে যায়।

এই বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান সাথে মুঠো ফোনে কথা বললে ইসলামী আন্দোলনের কতৃপক্ষ এমপি সাহেব পরিষ্কার জানিয়ে দেন, আমাদের গেইট আমরা কখন খুলবো সেটা একান্ত আমাদের ইচ্ছা বা ব্যাপার সহ বিভিন্ন রকম কথা বলেন। বিএনপি নেতাদের এহেন বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। বিষয়টি সাংবাদিক ভাইদের মাধ্যমে ব্যাপক প্রচার করে ইসলাম প্রতিষ্ঠায় সার্বিক সহযোগীতা কামনা করছি।

এ সময় অন্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সংগঠনের সহ সভাতি মাওলানা মোঃ আইনুল হক, যুগ্ম সম্পাদক হাফেজ মোঃ আবু বকর সিদ্দীক, দপ্তর সম্পাদক মাওলানা করিমুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর সবুর সহ আরো অনেকে।

এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান বলেন,ইসলামী আন্দোলন সম্মেলনের ব্যানার ঢেকে যাওয়া মত কোন ঘটনা ঘটেনি তাদের গেইট আমাদের সম্মেলনের আগেথেকেই সেখানে ছিল। বরঞ্চ তাদের গেইট দিয়ে আমাদের সম্মেলনের কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে।

সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ অনুপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com