গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা প্রবীণ দাবাস। ভর্তি রয়েছেন মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালের আইসিইউতে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা।
জানা গেছে, আজ (২১ সেপ্টেম্বর) ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েন পরভিন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় আইসিইউতে তাকে রাখা হয়েছে। তবে পরভিন দাবাস কিভাবে দুর্ঘটনার মুখে পড়েছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কমেডি ঘরানার 'খোসলা কা ঘোসলা' ছবিতে অভিনয় করে পরিচিতি পান প্রবীণ। এছাড়া তাকে 'রাগিনি এমএমএস টু', 'মাই নেম ইজ খান' ও সম্প্রতি প্রাইম ভিডিও সিরিজ 'মেড ইন হেভন'-এও দেখা গেছে।
'মহব্বতে' খ্যাত অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন প্রবীণ, তাদের দুই সন্তান রয়েছে।