ভারতে টেস্ট সিরিজ শুরুর আগেই বল নিয়ে আলোচনা হয়েছিল। এদিকে ভারতের চেন্নাই টেস্টে বাংলাদেশকে খেলতে হচ্ছে এসজি বলে। আর এটাই টেস্টে বাংলাদেশকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ।
গতকাল (শুক্রবার) চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এ নিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে এখানে ওরা একটু বাড়তি এডভান্টেজ পাচ্ছে।’
‘ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’-যোগ করেন তিনি।
ঘরের মাঠে ভারত কতটা শক্তিশালী সেটাই তাই স্মরণ করিয়ে দিয়েছেন তাসকিন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই এডভান্টেজ নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাআল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’
একইসঙ্গে নিজেদেরও যে দুর্বলতা ছিল সেটি স্বীকার করেছেন এই টাইগার পেসার, ‘আমাদের আরও আগে ওদের অলআউট করা উচিৎ ছিল। আমরাও চা বিরতির পর আপ টু দ্যা মার্ক বল করতে পারিনি। সাড়ে তিনশতে আউট করেছি, আড়াইশতে অলআউট করা উচিৎ ছিল। আমরা মেনে নিচ্ছি, সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারিনি।’