মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাসীকে মশার উপদ্রব থেকে নিরাপদ রাখতে ও ডেঙ্গু মশার বৃদ্ধি প্রতিরোধে পৌরসভার উদ্যোগে মশা নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।
গত (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মশা নিধন অভিযান শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় ফুলবাড়ী পৌর সচিব সৈয়দ মুুহাম্মদ আলী, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মো. হারুন-উর-রশীদ,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আজগার আলী,প্রচার সম্পাদক সাংবাদিক মোরসালিন ইসলামসহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জনান, পৌরসভার প্রতিটি এলাকায় এই মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। সেই সাথে মশার প্রজনন রোধে নিজ বাড়ী ঘরের আশ-পাশ এলাকা পরিস্কার রাখার জন্য পৌরবাসীকে অনুরোধ করেন।