পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গুডডেডি ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ এর আয়োজনে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্তরে এই ক্যাম্পেইন হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, বৈরচুনা ইউপি চেয়াম্যান টেলিনা সরকার হিমু, গুডনেইবারস নর্দার্ন এরিয়া হেড সিমান্ত চিসিম, সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়,সংস্থার প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, শিশু পরিষদ সভাপতি হ্যালো রাশিকা আক্তার সহ আরো অনেকে।
ক্যাম্পেইনে কণ্যাশিশুদের অধিকার বিষয়ে বিষদ আলোচনা করে বাবা ও মেয়েদের শপথ বাক্য পাঠ করেন।
আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।