গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঘাঘট লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে । এ কর্মসূচির উদ্বোধন করেন - জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ । এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপ সচিব) শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন. উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আল হাসান , উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া সহ পৌর সভার কাউন্সিলার ও স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য গাইবান্ধা শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই ঘাঘট লেকটি দীর্ঘদীন যাবৎ অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় কচুরিপানায় ভর্তি ও আবর্জনায় স্তপের কারনে দুগন্ধ ছড়ায় এবং ডঙ্গু মশার প্রজনন ঘাটি হিসেবে দেখা দেয় । এই অবস্থার অবসান ঘটাতে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে লেকটি পরিস্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয় । লেকটির পরিষ্কার কার্যক্রম শুরু করায় পৌরবাসী সংশ্লিষ্ঠ কর্তপক্ষকে স্বাগত জানিয়েছে।