দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ঋনের সুষ্ঠ ব্যবহার ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের মনোনয়ন করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত (১৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুরর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো, নুর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মো, হারুন-উর-রশীদ, উপজেলা সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীসহ ২২জন ক্ষুদ্র ঋন গ্রহীতাগন। সেমিনার সকাল ১০ টায় শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।