মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১৩।
গত ( ১৫ অক্টোবর) শনিাবর সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর র্যাব-১৩ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থেকে বিরামপুর মহাসড়কে বালু ভর্তি ট্রাক্টরে অবৈধ্য মাদকদ্রব্য ফেন্সিডিল বহনের সময় ২ জনকে গ্রেফতার করেন।
এসয় ট্রাক্টরে থাকা বালুর ভিতর থেকে ৩০০ বোতন ফেন্সিডিল জব্দ করেন র্যাব ১৩। আটকৃত মাদক কারবারি ফুলবাড়ী উপজেলার এসহাক আলীর পুত্র আশরাফুল আলম(২৯) ও তছলিম উদ্দিনের পুত্র মোঃ তুহিন (২৭)।
র্যাবের এএসপি সালমান নুর আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তাস্তর করা হয়েছে।