গাইবান্ধা থেকে মাহমুদুল হাবিব রিপন
গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহি রমেশ ঘোষ নামে মিষ্টির দোকানের কর্মচারীর বিদ্যুৎপৃষ্টে আব্দুল মান্নান শেখ ( ৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা শহরের সার্কুলার রোডস্থ রমেশ ঘোষ হোটেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান শেখ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাগলঢোপ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ।
দীর্ঘদিন থেকে রমেশ ঘোষ মিষ্টির দোকানে শ্রমিকের কাজ করতেন। আজ সকাল থেকেই শহরের গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। হোটেলের পিছনে পরিত্যাক্ত জায়গা রয়েছে। যা টিন সেড দিয়ে ঘেড়া। বৃষ্টির কারণে ওপর থেকে বিদ্যুতের তার ছিড়ে ওই টিনসেডে লেগেছিল। বিকেলে মান্নান শেখ ওই টিনসেড এলাকা গেলে অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় আশেপাশেরর লোক এসে মান্নান শেখকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।