ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। কয়েক মাস আগে ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। এটি তার অভিনীত প্রথম ভারতীয় বাংলা সিনেমা। তবে শুটিং শেষ হলেও বাকী রয়ে গেছে ‘ফেলুবকশি’র ডাবিংয়ের কাজ। এখন সেই কাজের বাকি অংশের জন্য আবারও কলকাতায় যাওয়া দরকার। কিন্তু ভারতে যাওয়ার ভিসা নিয়ে জটিলতায় পড়েছেন পরীমনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ হয়েছে। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুত শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’
‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় পরীমনি ছাড়াও দেখা যাবে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারকে। থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। ‘ফেলুবকশি’ সিনেমায় কাজ করতে গিয়ে সেখানকার আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ তিনি। অভিনেত্রী জানান, নতুন এ সিনেমার শুটিং বাংলাদেশেও হবে।
থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করে এ খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
স্ট্রিমিং প্ল্যাটফরম হইচইয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।