মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন পীরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  আদমদীঘিতে  চাচিকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু দুপচাঁচিয়ায় আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন জাতীয় রাজস্ব বোর্ড বগুড়া অফিসের অফিস সহকারী মানুর পরলোকগমন দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের নব গঠিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর প্রেসক্লাব রামপাল’র কমিটি গঠন: সবুর সভাপতি, সুজন সম্পাদক ‎গাইবান্ধায় হিমালয়ান শকুন উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর পীরগঞ্জে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র‍্যালী ও সমাবেশ

ফুলবাড়ীতে কলা বিক্রেতার সাথে ঝগড়ায় জড়ালো বনের বানর

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) 
  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭

হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর)

সময়টা প্রায় দুপুর আড়াইটা হঠাৎ কলার দোকানের সামনে উপস্থিত বনের বানর (হনুমা) দেখতে দুষর ও কাল রঙ্গের লম্বায় প্রায় ৫ফিট দেহের এই বানর দোকানের কলা নিয়ে খেতে শুরু করে। কলার দোকানদার বাধা দিতে গেলে আক্রমনের ভঙ্গিতে ঝড়া শুরু করে দেয় বনের সেই বানরটি।

ঘটনাটি ঘটেছে (১৪ অক্টোবর) শনিবার কাঁটাবাড়ী বাংলাস্কুল মোড়ে। এই মোড়ে একমাত্র কলার দোকানী শিল্পী রানী প্রতিদিনের মতো আজও কলার দোকান নিয়ে বসেছেন। দোকানে থরে থরে সাজিয়ে রেখেছে চিনি চম্পা,সাগর, মালভোকের মতো দামি দামি কলা। দুপুর প্রায় আড়াই টার দিকে চলে আসে সেই বানর (হনুমা) এসেই আগ্রাসী ভঙ্গিতে সবদিকে দেখতে শুরু করে। পরে সে কলার দোকানে যায় সেখানে কিছুটা সময় দোকানী শিল্পীর পাশে বসে থাকে। তারপর সে মালভোগ কলার ছড়ি নিতে হাত বাড়ালে শিল্পী বাঁধা দেওয়ার চেষ্টা করলে বানরটি তার শাড়ি ধরে দাত বের করে ভয় দেখাতে শুরু করে এবং ঝগড়ার আকৃতিত্বে শিল্পীকে ধমক দেয়। এমন পরিস্থিতি দেখতে সেখানে ব্যাপক লোকের সমাগম ঘটে। পরে সেখানে সে তিনটি কলা খেয়ে পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে যায়।

বিষয়টি নিয়ে শিল্পী রানীর কাছে জিজ্ঞাসা করা হলে সে বলেন যে আমরা সনাতন ধর্মের অনুসারী আমরা হনুমানকে দেবতা হিসাবে দেখি তাই দেবতা আমর দোকান দর্শনে এসেছিলো। সে আমার দোকান থেকে কলা নিয়ে খেয়েছে আমি ভিষন খুশি। আমি চাই সে প্রতিদিন আমার দোকানে আসুক আমার কলা খাক।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com