বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

শ্রীপুরে ওষুধ কোম্পানির শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানা বন্ধ ঘোষণা।

আব্দুস সালাম রানা, শ্রীপুর(গাজীপুর)
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯

 

আব্দুস সালাম রানা,শ্রীপুর গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানি শ্রমিকেরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বরমী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় অবস্থিত হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল এর শ্রমিকেরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
হোয়াট হর্স ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিক মো. জুবায়ের হোসেন বলেন, ‘এই ওষুধ কোম্পানিতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শ্রমিক হিসেবে কাজ করছি। চাকরির সুরুতে বেতন ৮ হাজার আজ ১২ বছর পরেও সেই একই বেতন। আমরা চাই আমাদের মতো শ্রমিকদের বেতন কমপক্ষে ১২ হাজার করা হোক। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে না।’
আরেক শ্রমিক সিমা আক্তার বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের ওভারটাইমের কোনো মজুরি দেয় না। হাজিরা বোনাস দেয় না। কারখানায় এক মিনিট দেরি করে প্রবেশ করলে আমাদের হাজিরাসহ গালমন্দ শুনতে হয়।’
কারখানার শ্রমিক মো. সুমন মিয়া বলেন, ‘আন্দোলন ছাড়া কোনো অধিকার বাস্তবায়ন হয়নি। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছি। কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে হঠাৎ করে কারখানার মূল ফটক বন্ধ করে নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা বন্ধ।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শহীদ মিয়ার বক্তব্য নিতে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া যায়নি।

শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন নয়ন কুমার করকে এ বিষয়ে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com