ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারক প্রভাবশালী স্টেকহোল্ডারদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কানাডা সরকারের অর্থায়নে হারভেস্টপ্লাস'র রিএক্টস-ইন প্রকল্পের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই আলোচনা সভা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, হারভেষ্টপ্লাস প্রজেক্ট ম্যানেজার মজিবর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, ইএসডিও সিনিয়র অ্যাসি¯ট্যান্ট প্রোগ্রাম কো-অডিনেটর রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
সভায় ভিডিও স্লাইটের মাধ্যমে মানবদেহে জিংক ঘাটতি পুরনে জিংক ধানেরর গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা হয়।
এসময় কৃষক, শিক্ষক, ডাক্তার ও স্বাস্থ্য কর্মি, কৃষিপন্য বিক্রেতা,বিএডিসি, ইমাম ও পুরোহিত সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।