রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়ন, লম্পট গ্রেপ্তার  গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ মেম্বরদের দুপচাঁচিয়ার গুনাহারে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দুপচাঁচিয়ায় ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা বাগেরহাটের রামপালে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ পীরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের নন্দীগ্রামে চোরাই গরুসহ চোর আটক

ইনু-মেনন-পলক-মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২
ইনু-মেনন-পলক-মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
ইনু-মেনন-পলক-মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এদিকে একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে দায়েরকৃত পৃথক আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

এছাড়া একই আন্দোলনে খিলগাঁওয়ে মিজানুর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে এদিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুর রহমান তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে

এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
এছাড়া একটি মামলায় হাসানুল হক ইনুরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। একইসঙ্গে, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com