গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকা হইতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে হাসিনা ও কুলসুম নামে দুইজনকে এবং ওই ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকা হইতে লতিফা ও মমতাজ নামে দুইজনকে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় যে গাইবান্ধা পুলিশ সুপার,নূর আলম মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ থানার একটি অভিযানীর দল
গোবিন্দগঞ্জ উপজেলার ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের রংপুর টু ঢাকা মহাসড়কের উপর চেকিং করাকালে লালমনিরহাট হইতে ঢাকাগামী ফাইভ স্টার ক্ল্যাসিক পরিবহন তল্লাশী করিয়া ১। মোছাঃ হাছিনা বেগম, ২। মোছাঃ কুলছুম আক্তারকে ৬৫ (পয়ষট্টি) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। এবং ঐ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকার রংপুর টু ঢাকা মহাসড়কের উপর চেকিং করাকালে রংপুর হইতে ঢাকাগামী যাত্রীবাহী বাস, তল্লাশী করিয়া ১। মোছাঃ লতিফা, ২। মোছাঃ মমতাজ @ সফিরন কে ৯০ (নব্বই) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।