রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের গেট খুলে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের পাভেল নামের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এসময় আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিছিল করতে দেখা যায়।
এদিকে প্রায় কয়েকঘণ্টা ধরে চলা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।