বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে মো. হানিফা শেখ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার আদাঘাট গ্রামের গাউচ শেখের ছেলে ভিকটিম মো. হানিফ শেখের উপর অতর্কিত হামলা করে। এ সময় প্রতিপক্ষের রহমত শেখ, রেজোয়ান শেখ, কেরামত শেখ একসাথে মারপিট করে গুরুতর আহত করে। এতে হানিফের একটি চোখ জখম হওয়ায় দৃষ্টিহীনতার আশংকা করছেন তার পরিবার। এ ছাড়াও আসামীরা ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়ে জানার জন্যে অভিযুক্তদের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।