হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সবাইকে চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, গাইবান্ধার বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক এবং জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোটা জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। শনিবার (৭ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের পলাশপাড়ার নিজ বাসায় সকাল সাড়ে ৯টার দিকে বুকের ব্যথা অনুভব করেন গোলাম মারুফ মনা। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাম মারুফ মনার মৃত্যুর খরব শুনে রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর বাসভবনে ভিড় করেন। এসময় তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গোলাম মারুফ মনা জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। তিনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রীড়া সংস্থার সদস্য ছিলেন। গাইবান্ধা পৌর গোরস্থানে বাদ মাগরিব তাঁকে দাফন করা হয়েছে।