শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

এরশাদের সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন সালমান শাহর মা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩
এরশাদের সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন সালমান শাহর মা
এরশাদের সঙ্গে সম্পর্ক, মুখ খুললেন সালমান শাহর মা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই অভিনেতার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে এ অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা দিয়ে ‘সুপারস্টার’ তকমা পান তিনি। দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশেও তৈরি হয় নায়কের ফ্যানবেজ।

সালমান শাহর মৃত্যু নিয়ে এখনও রয়েছেন নানা প্রশ্ন ও রহস্য। মৃত্যুর ২৮ বছর পরেও ভক্তদের কাছে সালমান শাহর ওপারে পাড়ি জমানোর কারণ স্পষ্ট হয়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা কয়েকবার তদন্ত প্রতিবেদন পেশ করলেও এখনও আইনি লড়াই চলছে।

তবে শুরু থেকেই সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করে আসছেন তার ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি আত্মহত্যা করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও ছেলের মৃত্যু নিয়ে কথা বলেছেন নীলা। যেখানে তিনি জানিয়েছেন, ছেলের মৃত্যুর পর তাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এমনকি একটি চলচ্চিত্রে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, এমনটাও দেখানো হয়েছে।

সম্প্রতি লন্ডন থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেনি। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে এনে এই হত্যার বিচার করা প্রয়োজন। ছেলে হত্যার বিচার চাইতে গিয়ে নানাভাবে অপমান করা হয়েছে আমাকে। এমনকি একটি চলচ্চিত্রে দেখানো হয়েছে, এরশাদ সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ছিল। এরশাদ সাহেবের সঙ্গে মিলে আমিই নাকি খুন করেছি সালমান শাহকে।’

দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকারের সময়ে নানাভাবে তার নামে বদনাম রটানো হয়েছিল দাবি করে এই নায়কের মা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর আমলে অনেক বদনাম রটানো হয়েছিল আমার নামে। এরশাদ সাহেব জেল থেকে বের হওয়ার পর আমার বাসায় আসেন। কিন্তু আমি শুরুতে ওনাকে আমার বাসায় আসতে দিইনি। পরে উনি টেলিফোনে আমাকে বলেন, তোমার ছেলে যদি দরজায় এভাবে দাঁড়িয়ে থাকত তাহলে কি ফিরিয়ে দিতে? আমি তো জেল থেকে সালমান শাহর মৃত্যুর খবর পেলাম। এরপর আমার স্বামী গিয়ে দরজা খুলে দিল। এভাবে আমাদের বাসায় ওনার আসা-যাওয়া শুরু হয়। এরশাদ সাহেব আমাকে তার মায়ের সঙ্গে তুলনা করতেন। আমার আচরণের সঙ্গে নাকি তিনি তার মায়ের মিল খুঁজে পান।’

এরশাদ কেন তাদের বাসায় যাতায়াত করতেন সেই কারণও জানিয়েছেন নীলা চৌধুরী। তিনি বলেন, ‘প্রায় সব জায়গাতেই সালমান শাহর ভক্ত আছে। ডিজিএফআই, এনএসআইতেও আছে। ডিজিএফআই থেকে আমাদের একটা সময় বলা হলো, যদি এরশাদ সাহেব আপনাদের বাসায় যাতায়াত করে, তাহলে এনএসআই এবং ডিজিএফআইয়ের আলাদা একটা নজর থাকবে আপনাদের ওপরে। এতে করে আপনাদের জীবনের ঝুঁকি কমে যাবে। ঠিক এ কারণেই এরশাদ সাহেব প্রায় আমাদের বাসায় আসতেন। আমার সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক ছিল না। কিন্তু বিষয়টা ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। উনি ভীষণ ভালো একজন মানুষ ছিলেন, আমাকে সব সময় তার মায়ের সঙ্গেই তুলনা করতেন।’

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com