বিষ্ণুপদ রায়,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানসম্মত শিক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, রিসোর্স পারসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার সহ আরো অনেকে।
সভায় মানসম্মত শিক্ষার সৃজনশীল, জটিল সমস্যা সমাধান, মানবিক, সামাজিক, উপযুক্ততা, সুস্থতা ও ইংরেজী ভাষায় দক্ষকরতে সমসাময়িক বাস্তবতার উপরে বিভিন্ন শিক্ষা মুলক পরামর্শ প্রদান করেন।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।