বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় পুলিশের উপর হামলায় ওসি সহ আহত- ৩ বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার লুট সাদ পন্থীদের কার্যক্রম বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত। সান্তাহারে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ গাইবান্ধা নবাগত নারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ বাগেরহাটের রামপালে মুক্তিযোদ্ধা জলিল স্মরণে আমাদের গ্রাম’র ফ্রি মেডিকেল ক্যাম্প বাগেরহাট থেকে আটক হলো জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা মামলার আসামি ফুলবাড়ীতে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী আটক গাইবান্ধায় ১ হাজার দুস্থ মানুষ পেলেন শীতবস্ত্র

বাগেরহাটে কৃষকদলের কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় প্রেসক্লাব রামপাল এর সভা কক্ষে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন আকুন্জী লিখিত বক্তব্যে বলেন, আমি বিগত ২০০১ সাল থেকে কৃষক দলের সাথে সক্রিয় ভাবে কাজ করে আসছি।

গত ০৩-০৩-২০২০ সালে নিয়মতান্ত্রিকভাবে আমাকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব এবং শেখ আব্বাস আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটি সচল থাকা অবস্থায় নতুন করে আমাদের না জানিয়ে গত ২৪-০৬-২০২৪ তারিখ রামপাল উপজেলা কৃষক দলের একটি পকেট কমিটি করা হয়। বাগেরহাট জেলা কমিটির আহবায়ক মো. আসাফুদ্দৌলা জুয়েল ও সাধারণ সম্পাদক ফকির তৌহিদুল ইসলাম রামপাল উপজেলা কৃষকদলের কমিটি দিয়ে তা ঘোষণা না করে গোপন রাখেন। গত ৫ আগষ্টের পরিবর্তিত পরিস্থিতির পরে কয়েক দিন আগে আমরা জানতে পারি রামপাল উপজেলা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের সংবাদ জানতে পেরে আমরা হতাশ হয়ে পড়েছি। কমিটি করার বিষয়ে আমরা কৃষকদলের বাগেরহাট জেলার আহ্বায়ক আসাফুদৌলা জুয়েল ও যুগ্ম আহ্বায়ক ফকির তৌহিদুল ইসলামের কাছে জানতে চাইলাম আমাদের না জানিয়ে কিভাবে কৃষক দলের কমিটি করা হলো? মো. আলমগীর হোসেনকে সভাপতি ও মো. এহতেশামুল আলম মুন্সীকে কিভাবে সাধারণ সম্পাদক করা হলো। এহতেশামুল আলম মুন্সী বিগত দিনে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিল না।

তিনি গৌরম্ভা বাজারে গিয়ে সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। আওয়ামীলীগের লোকদের বড় পদ দিয়ে কমিটি করে তাদের বিগত সময়ের কর্মকাণ্ডকে আড়াল করা হচ্ছে। যা দলের জন্যে কোন মঙ্গল বয়ে আনবে না। অনিয়মতান্ত্রীকভাবে করা এমন কমিটি মানি না। আমরা কেন্দ্রীয় কমিটির জোর হস্তক্ষেপ ও তদন্ত করে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহনের দাবী করছি।

এ বিষয়ে বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক মো. আসাফুদ্দৌলা জুয়েলের মুৃঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমরা নিয়ম মেনে কমিটি করেছি। তাদের সাথে বার বার যোগাযোগ করে কোন সাড়া না পেয়ে নতুন কমিটি দিয়েছি। কমিটি গঠনে কেন্দ্রীয় নেতা শামিম ভাইয়ের পরামর্শ নিয়েছি। তারা যে অভিযোগ করেছেন সেগুলো অস্বীকার করেন আসাফুদ্দৌলা জুয়েল। এ সময় তার সাথে ছিলেন কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. আব্বাস আলী শেখ।

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com