আবারও ভোক্তা পর্যায়ে বাড়লো এলপি গ্যাসের দাম। দাম। ১২ কেজির বোতলজাত এলপিজির দাম বেড়েছে ৪৪ টাকা।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দাম নির্ধারণ করেন। দাম বাড়িয়ে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে খুচরা পর্যায়ে ১ হাজার ৪২১ টাকা।
এর আগে, আগস্ট ও জুলাই মাসেও দাম বাড়ে এলপিজির। বিইআরসি নির্ধারিত দামে বাজারে খুচরা পর্যায়ে এলপিজি কিনতে পারেন না ক্রেতা এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়টির এবার তদারকি করবে কমিশন এমনটি জানান চেয়ারম্যান।
বিইআরসির কাছে আবারও গ্যাস, বিদ্যুৎ এর দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দেয়ায় আশাবাদী ও খুশি কমিশন। এবার স্বাধীনভাবে গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে পারবে বলে আশা কমিশনের।
আগামী মাসেই বিইআরসি পূর্ণাঙ্গ নতুন কমিশন গঠন হবে এরপর সিদ্ধান্ত হবে বিদ্যুৎ ও জ্বালানি দাম সমন্বয়ের বিষয়টি।