ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রজব আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ফুলবাড়ীর বাসিন্দা নামে একটি ফেসবুক পেজে ছবিসহ প্রকাশ হয়। এই পোস্টের বিপরিতে পোস্ট কারিকে মামলার হুমকি দিলেন রজব আলী।
গত (৩১ আগস্ট) শনিবারে ফুলবাড়ীর বাসিন্দা পেজে পোস্টটি করেন তানভির নামে এক ব্যাক্তি। পোস্টের ওয়ালে তিনি লেখেন রজব আলী তার পত্রিকার কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারী কর্মকর্তার কাছে তিনি চাঁদাবাজি করতেছেন। তিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিক। এমন অনেক অনেক কথা তুলে ধরেন পেজে লিখেন তিনি তানভির। পোস্টের কিছুক্ষণ পর রজব আলী কমেন্ট করে লিখেন এরকম মিথ্যা কথা লেখার দায়ে ২০১৭ সালে তিনি এজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই পোস্টা যদি ডিলেট না করা হয় তাহলে তার বিরুদ্ধেও এমন ব্যবস্থা নিবেন তিনি বলে হুকি প্রদান করেন পরে দেখা যায় সেই পেজ থেকে পোস্ট টা ডিলেট করা হয়েছে। ডিলেটর পুর্বে প্রায় ৩০টি কমেন্টে বিভিন্নজন রজব আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, চিটারসহ আওয়ামীলীগের দালাল সাংবাদিকসহ অনেক অভিযোগ করে কমেন্ট করেন।