দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন এই অভিনেতা। শুটিং কররে প্রায় সময় দেশের বাইরে যান এই অভিনেতা। তাই বিমানবন্দরে নিয়মিত যাতায়েত তার। সেউ কাজের সূত্র ধরেই দেশের বিমানবন্দরে ভোগান্তির অনেক গল্প শুনেছেন প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের কাজ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার সে বিষয়ে কথা বলেছেন জোভান
রোববার (১ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যটাসে এই অভিনেতা লিখেছেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, উনাদেরকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হবে।
জোভান আরও লেখেন, বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায়, তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের।
জোভানের সেই স্ট্যাটাসের নিচে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয়। যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন।
তবে আবার কারো মন্তব্য, স্যার না সম্বোধন করে তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিলেই হবে। কোনো বিড়ম্বনার শিকার যেন না হতে হয়, সেটা নিশ্চিত করতে হবে।