রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা মুক্তির আগে থেকেই ছিল তুমুল আলোচিত। শাকিব খানের ‘তুফান’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। দুই বাংলার নামকরা দুই ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তে চলতি মাসে মাঝামাঝি সময়ে মুক্তি পাবে তুফান।
সামাজিক মাধ্যমে নির্মাতা রায়হান রাফি জানালেন, ‘বছরের বহুল প্রত্যাশিত সিনেমা ‘তুফান’ ওটিটিতে আসতে চলেছে। খুব দ্রুতই দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম চরকি ও হইচই তে। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন।’
উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।
যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।