ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) ডিএমপির এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা (ডিআইজি) রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাজের সততা দেখাতে গিয়ে বঞ্চিতও হয়েছিলেন। এবার তিনি ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।
এর আগে ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদকে নিয়োগ দেওয়া হয়েছিলো।
গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিখোঁজ রয়েছেন হারুন।
এদিকে, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।