মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হতে ৩০ কেজি শুকনা গাঁজা একটি টাটা ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দসহ
১। মোঃ নাহিদ ২। মোঃ নাজমুল বিশ্বাস ৩। মোঃ আব্বাস মোল্লা নামের ৩ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা।
শনিবার (৩১ আগস্ট) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী ১। মোঃ নাহিদ (২৭) নড়াইল সদরে ভদ্রবেলা গ্রামের হারুন আর রশিদের ছেলে বর্তমান:সে যশোর জেলার অভয়নগর থানার বউখোলা গ্রামে থাকেন ০২। মোঃ নাজমুল বিশ্বাস (২৬), যশোর জেলার অভয়নগর থানার ময়েল্লেম তলা গ্রামের মোঃ মকবুল বিশ্বাস, ও ফিরোজার ছেলে, হেলপার ৩। মোঃ আব্বাস মোল্লা (২৫), যশোর জেলার অভয়নগর থানার ময়েল্লেম তলা, গ্রামের মোঃ নজরুল ইসলাম ও মাতা-তাসলিমা বেগমের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার রাত্রি তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর টু ঢাকা হাইওয়ে রোডগামী গাইবান্ধা মোড় ফ্লাইওভারের পূর্ব পাশে পাকা রাস্তার একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। সে সময় একটি মালবাহী টাটা ট্রাক থেকে ৩০ (ত্রিশ) কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মটর সাইকেল জব্দসহ ০৩ (তিন) জন কুখ্যাত মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।