মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা থেকে
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী- স্ত্রীর মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট (শুক্রবার ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর বর্মতত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে কাশেদ আলী (৪৫) এবং তার স্ত্রী আলেমা বেগম (৪০)। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে হারিয়ার বিলে নিজেদের কৃষি জমির পরিচর্যা করতে যান নিহত ওই দম্পতি। ধারণা করা হচ্ছে, তীব্র রোদ থেকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য জমির পাশে মেশিন ঘরে তারা প্রবেশ করেন। ওখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা অবস্থায় এলাকার এক মহিলা দেখতে পায়।
সেই মহিলার চিৎকার চেঁচামেচি করিলে আশপাশে স্থানীয়রা সেখানে গিয়ে ওই স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেন। লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।