শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিলেন বিসিএস ক্যাডাররা

একাত্তরের দেশ ডেস্ক
  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৫
বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিলেন বিসিএস ক্যাডাররা
বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতন দিলেন বিসিএস ক্যাডাররা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন শনিবার (২৪ আগস্ট) এই সিদ্ধান্ত নেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত, ভেসে গেছে গবাদি পশু ইত্যাদি। বিভিন্ন জায়গায় থেকে খবর পাওয়া গেছে, গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যা পীড়িতদের সার্বিক সহায়তা দিতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও (যেমন-শুকনা খাবার, বিশুদ্ধ পানি, পরিধেয় পোশাক, নিত্য ব্যবহার্য জিনিস) অংশ নিচ্ছে। এ ছাড়াও একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে স্বশরীরে বন্যাপিড়ীত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকি করতে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Dwonload From ThemesBazar.Com